বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকি দেন তিনি। আজ সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মজিবর রহমান সরোয়ার বলেন, ‘সব কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রকাশ্যে নৌকার ব্যালটে সিল মারা হচ্ছে। আগে থেকেই নৌকার অনেক ব্যালটে সিল মারা ছিল। সেগুলো দিয়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে।’
নির্বাচন কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাননি বিএনপির এই প্রার্থী। এ কারণে ভোট বর্জণের ঘোষণা দিয়েছেন বলে জানান সরোয়ার।