রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি ৩২ লাখ টাকার স্বর্ণ পাচার করার সময় সিভিল এভিয়েশনের এক কর্মচারীসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস বিভাগ। আজ রোববার সকাল ৯টার দিকে বিমানবন্দরের মসজিদ থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিভিল এভিয়েশনের কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী। তিনি ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন।অন্য দুই যাত্রী হলেন- মোহাম্মদ একরামুল হক ও জাহিদুল হক সালমান ভুইয়া। তারা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) অথেলো চৌধুরী বলেন, আজ সকালে গোপন সংবাদে শাহজালাল বিমানবন্দরের ৩য় তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয় কাস্টমসের একটি দল। পরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ’এয়ার লাউঞ্জের’ পাশে অবস্থিত মসজিদের ভেতরে সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারীসহ দুই যাত্রী একরামুল ও জাহিদুলকে স্বর্ণ হস্তান্তরের সময় হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, যাত্রীরা স্বর্ণসহ মসজিদে প্রবেশ করেন এবং তা হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে ওই স্বর্ণগুলো গ্রহণের জন্য প্রবেশ করেন। এ সময় কাস্টমস দলটি তাদের আটক করে হলে নিয়ে যায়।
পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের মধ্যে রক্ষিত সিগারেটের প্যাকেটের মধ্যে লুকায়িত হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০তলা ওজনের ৫৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬.৬৩ কেজি। আটক এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ৩২ লাখ টাকা। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শুল্ক আইন, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার।