শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে রবিবার ‘মিনিমাল ইনভালসিভ সার্জারি দি চেঞ্জিং ট্রেন্ডস ইন গাইনীকোলজি’ শীর্ষক সাইন্টিফিক সেমিনার (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গাইনীকোলজিতে ল্যাপারোস্কোপিক সার্জারি প্রয়োগ কতোটা সহজ এবং কিভাবে একজন রোগী ভাল গাইনীকোলজি সেবা পেতে পারেন সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে সেমিনারের আয়োজন করা হয়েছে।

গাজীপুরের তেঁতুইবাড়িস্থিত এ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ তৌফিক বিন ইসমাইল। এসময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান ও ডাঃ ফাতেমা ইয়াসমিনসহ হাপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সিএমই চেয়ারম্যান ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সুব্রত শেখর কর অনুষ্ঠান পরিচালনা করেন এবং সঞ্চালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ডাঃ মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠাণে বন্ধ্যাত্বরোগ ও ল্যাপারোস্কোপিক সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কনসাল্টেন্টগণ উপস্থিত ছিলেন।