৬৫ বছর আগে কোরিয়া যুদ্ধে নিহত বাকি মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। শীঘ্র মার্কিন বিমানবাহিনীর তত্ত্বাবধানে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। শুক্রবার সকালে পতাকায় মোড়ানো ওই দেহাবশেষ রাখা হয় দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে। এখানে জাতিসংঘ কমান্ডের নেতৃত্বে দেহাবশেষের প্রতি শ্রদ্ধা জানায় দক্ষিণ কোরিয়ায় কর্মরত বিভিন্ন দেশের সেনারা। দেহাবশেষ ফেরত দেয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ‘শীঘ্র আমেরিকান সেনাদের দেহাবশেষ দেশে ফেরত আসছে! বহু বছর পর, অনেকগুলো পরিবারের জন্য এটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। কিম জং উনকে ধন্যবাদ।