আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়।

পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার ও বরিশাল জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সগীর হোসেন লিওন।পরে তিনি সাংবাদিকদের বলেন, ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী প্রচারণায় গ্রেপ্তার, মামলা-হামলা, হয়রানির ঘটনা ঘটছে। এসব অভিযোগ তুলে বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন।আদালত নির্বাচনের প্রচারে থাকা কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনার পাশাপাশি রুল দিয়েছে।

আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেপ্তার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়েও একই আদেশ দেয় হাই কোর্ট।