পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি কল্পরঞ্জন চাকমা মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা পায়ে এবং কোমড়ে আঘাত পেয়ে গত ২৯ জুন রাজধানীর মগবাজারে ‘ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে’ ভর্তি হন। হাসপাতালে থাকা অবস্থায় এই সাবেক মন্ত্রীকে দেখতে যান সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।
পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার তার পরিবারের হাতে তিন পার্বত্য জেলা পরিষদ ও প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিংয়ের ব্যক্তিগত উদ্যোগে ১০ লাখ টাকা তুলে দেয়া হয়। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কল্পরঞ্জন চাকমা।