কানাডার টরন্টোর ডেনফোর্থের গ্রীক টাউনে সন্ত্রাসী হামলায় এক নারী নিহত এবং ১৩ গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে আরও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। কানাডিয়ান গণমাধ্যম সিবিসি ও সিপি২৪-এর খবর, স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে ডেনফোর্থ এবং লোগান এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার উদ্দেশ্যে সম্পর্কে পুলিশ কিছু জানাতে না পারলেও সন্দেহভাজন হামলাকারী গুলিতে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সিপি২৪কে জানিয়েছেন, কালো পোশাকধারী এক তরুণ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে। তারা ১০ থেকে ২০ রাউন্ডের মতো গুলির শব্দ শুনেছেন। এ সময় অনেককে ঘটনাস্থলে মাটিতে শুয়ে পড়তে দেখেছেন। পরে টরন্টো পুলিশ জানায়, গুলিতে প্রথমে ১৪ জন আহত হন। এদের মধ্যে এক নারী হাসপাতালে মারা গেছেন এবং আরও এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গুলির ঘটনায় নগরবাসীর মনে আতংক তৈরি হয়েছে।