সীমন্তিনী_______আমেনা ফাহিম
আমার পৃথিবীর সীমান্তে একটা পাহাড় ছিলো
সে পাহাড়ের হৃদয় পুড়িয়ে ফসল ফলানো হতো,
পাহাড়ের কান্না যখন ঝর্ণা হয়ে ঝড়ে পড়তো
তুমি তখন উল্লাসে করেছো স্নান।।।।।
আমার পৃথিবীর সীমান্তে যে শহর টা ছিলো
সে শহরে সুখ, দুঃখ কেনা বেঁচা হতো,
সুখ কাকে বলে যদি বুঝতাম
তবে আমি খুব সুখী হতাম।।।।।।
আমার পৃথিবীর সীমান্তে ছোট একটা নদী ছিলো
সে নদীর নাম কেউ জানতোনা,,
তুমি নাম দিয়েছিলে সীমন্তিনী
সীমন্তিনীর বুক চিড়ে দাঁড় বাইতে বাইতে
তার সীমানা ছেড়ে নতুন স্রোতে পাল তুলেছ।।।
আমার পৃথিবীর সীমান্তে প্রথম যেদিন বৃষ্টি নামলো
সেদিন আকাশে মেঘে ছিলোনা,,,তবুও বৃষ্টি হলো
তুমি দেখোনি সেই বৃষ্টি,,তুমি দেখোনি সেই আকাশ
তুমি চেয়েছিলে রোদেলা কোনো ক্ষন।।।।।
আমার পৃথিবীর সীমান্তে কাঁটাতার এর ওপারে
আজও দাড়িয়ে আছে সেই এলোচুলি কিশোরী,,,
প্রতিক্ষায় বসন্তদিন,,,,ভুল করে হলেও
সেঁথায় একবার যেও,,,ভালোবাসা নিও
তারে ভালোবাসা দিও।।