জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুনের পিতা ও ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন ৩ জুলাই রাতে দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হন। ওই নৃশংস হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান পরিবার ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে আয়োজিত মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নিহতের ছেলে কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব,সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত,অধ্যায়নরত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৩ জুলাই রাতে দুর্বৃত্তরা ওই মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রাখে মাছ চাষের পুকুরে।
রাশেদুজ্জামান রনি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি