ঝিনাইদহে লালনগীতি ও আঞ্চলিক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের পবহাটিতে এ প্রতিযোগিতার আয়োজন করে সৃজনী বাংলাদেশ নামের একটি সংস্থার। এতে জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন প্রতিযোগি লালনগীতি ও আঞ্চলিক গানের প্রতিযোগিতায় অংশ নেয়। বুধবার সন্ধ্য্য়া সৃজনী ভবনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সৃজনী বাংলাদেশ এর চেয়ারম্যান ড. এম হারুন-অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোনকুজ্জামান রানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, সৃজনী’র সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, কন্ঠশিল্পী সোহেল রিজভী। অনুষ্ঠান পরিচালনা করেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।