যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পানির নীচ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমানটি (কে-৮ডব্লিউ) উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর বিমানটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। বিমানটিতে দুজন পাইলট ছিলেন। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়। নিহতরা হলেন স্কোয়াড্রন প্রশিক্ষণ লিডার সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ। বিধ্বস্ত বিমানের ককপিট থেকে এনায়েতের লাশ ও পানি থেকে সিরাজুলের লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা জানান আইএসপিআর’র সহকারী পরিচালক রেজাউল করিম। যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানান, রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। বিরূপ আবহাওয়া কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।