জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক সফর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের জানানI
রোহিঙ্গাদের সহায়তায় ইইউয়ের পক্ষ থেকে আরো ৩০ মিলিয়ন ইউরো দেওয়ার আশ্বাস দেন রেনজি। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসI সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে আরও প্রায় সাত লাখ রোহিঙ্গা।এখন ১১ লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ইইউয়ের সমর্থন অব্যহত থাকবে বলেও প্রধানমন্ত্রীকে জানান নতুন এই রাষ্ট্রদূতI নতুন রাষ্টদূত বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানI