ঝিনাইদহের শৈলকুপায় ভাটবাড়িয়া গ্রামে তাঁতি পল্লীতে দু’দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৩০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মহিলা সহ ৫জন আহত হয়েছে, পুলিশ ৬জন কে আটক করেছে। নারী ও শিশুদের লাঞ্চিত করারও অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ও গত রাতে এসব হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটবাড়িয়া গ্রামের তাঁতপল্লীতে । গ্রাম ও সংলগ্ন বাজারে পুলিশি টহল বাড়ানো হয়েছে। তাঁতপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, সকালে একদল দুর্বৃত্ত রামদা, তরবারী, চাইনিজ কুড়াল, ঢাল-সড়কি সহ দেশীয় অস্ত্র-শস্ত্র সহ অতর্কিতে তাদের পাড়াতে ঢুকে তান্ডব শুরু করে। তারা বাড়ি-ঘর, বিদ্যুতের মিটার, দোকান-পাট ভাংচুরের পাশাপাশি নারী ও শিশুদের লাঞ্চিত করে। লুটপাট করে ঘরের আসবাবপত্র, কাপড়,গহনা সহ গোবাদি পশুও । হামলাকারীদের মধ্যে আফজাল বিশ^াস, টুটুল, মিলন বিশ^াস, রানা সহ কয়েকজনের নাম বলছে তারা । এদের নেতৃত্বে আরোও হামলাকারী ছিল বলে তাঁতপল্লীর বাসিন্দারা জানিয়েছে। হামলাকারীরা তাঁতপল্লীর জামাল, মোস্তফা, বাবু, মোক্তার, রেজাউল, আক্তার, মেজর, মহিউদ্দিন, মিজানুর বিশ^াস, আমিনুর বিশ^াস, রফি বিশ^াস, গাফফার মোল্লা, সমির ঢালি, রবিউল ঢালি, সোনাই ঢালি, ফজো জোয়ার্দ্দার, মনসের মেলৈভী, মজনু, সাত্তার মহাজন, রেজাউল, আজিজুর রহমান, আতিয়ার বিশ^াস, মতিয়ার বিশ^াস, সাত্তার(২), সাইদ মোল্লা, সামাদ মোল্লা, সোহেল মোল্লা সহ আরো কয়েকজনের বাড়ি-ঘর ভাংচুর করে। ভাংচুর ও লুট করা হয়েছে দোকান-পাট। তাঁতপল্লীর মোস্ত বিশ^াসের স্ত্রী মুক্তি খাতুন, বাবু বিশ^াস জানায়, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাড়ি-ঘর সহ পাড়ার ৩০টির বেশী বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। হামলায় আহত হয়েছে শরিফুল, রফিউল, মাওলা, রিপন, শাহেরা খাতুন সহ কয়েকজন। পুলিশ আজিজুর রহমান মেম্বর, সামাদ, জনি,মশিয়ার রহমান, গোলাম মাওলা ও আব্দুল মালেক কে আটক করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলমগির হোসেন জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন সমর্থিতত আফজাল-রানা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাটবাড়িয়া গ্রামের আজিজর রহমান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এসবের জের ধরে তাঁতপল্লীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত কয়েকদিন আগে আজিজুর রহমান কে কুপিয়ে আহত করেছিল সামাজিক প্রতিপক্ষরা। থানার সেকেন্ড অফিসার ইমদাদ হোসেন জানান, এলাকায় পুলিশি টহল দেয়া হচ্ছে । দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এসবের কারনে প্রায়শ^ই ঐ এলাকায় দাঙ্গা, হানাহানি, কাইজ্যা, হামলা চলছে বলেও পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামের তাঁতি পল্লীতে দুর্বৃত্তদের হামলা
আহত ৫, আটক ৬, ৩০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...