২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রাশিয়া। স্বাগতিক দল হিসেবে রোববার টাইব্রেকারে স্পেনকে হারায় দলটি।শক্তিশালী স্পেনকে নকআউট পর্বে হারিয়ে রাশিয়ার কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক হইচই চলছে।মাঠের দৌড়ে ৯০ মিনিট ১-১ গোল করে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে যায় ম্যাচটি। সেখানেই বাজিমাত করে রাশিয়া।
কিন্তু র্যাংকিংয়ে বহু নিচে থাকা একটি দল কী করে এই জয় সম্ভব করল? এর উত্তরে কেউ কেউ বলছেন, একটি ফোন কলই রুশ দলকে জয়ের জন্য উজ্জীবিত করেছে?বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ম্যাচ শুরু হওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রুশ দলের ম্যানেজার স্টানিস্লাব চেরকেসভকে ফোন করেছিলেন।ক্রেমলিনের একজন মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, খেলা শুরুর আগে প্রেসিডেন্টে পুতিন দলের ম্যানেজারকে ফোন করেছিলেন। তিনি দলের জন্য তার শুভকামনার কথা জানিয়েছিলেন। তবে এর বাইরে পুতিন আর কিছু বলেছিলেন কিনা তা জানানো হয়নি।