সৌদি আরবের মক্কায় নগরীর গ্র্যান্ড মসজিদে এক বাংলাদেশি নাগরিক আত্মহত্যা করেছেন। গত বুধবার মসজিদের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন তিনি। দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মুসল্লিরা কাবা শরিফ প্রদক্ষিণ করার সময় ওই ব্যক্তি ভবন থেকে লাফিয়ে পড়েন। এ সময় নিচে প্রার্থণারত সুদানের এক নাগরিকের ওপর পড়েন তিনি। এ ঘটনায় ওই সুদানি নাগরিকও মারাত্মক আহত হয়েছেন।

ঘটনাস্থলেই ওই বাংলাদেশি মারা যান বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে এখন পর্যন্ত নিহতের নাম জানা যায়নি। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, পর্যবেক্ষণকারী ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখা গেছে,মসজিদের দোতলার দেয়াল টপকিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশি ওই নাগরিক। এর আগে গত ৯ জুন মক্কার হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে একটি ফরাসি নাগরিক আত্মহত্যা করেন।