ঈদের দিন (শনিবার) নৌকায় চড়ে বেড়াতে গিয়ে গাজীপুরে পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশু মারা গেছে। তারা হলো- পাবনা জেলার নূরনগর গ্রামের মজিবুর রহমানের মেয়ে মীম (১০) ও ছেলে সোহাগ (৮), টাঙ্গাইলের কাঠতলা দক্ষিণ নগর গ্রামের সাইফুলের মেয়ে সাদিয়া (১২) এবং জামালপুরের সরিষা বাড়ি থানার সতিবা খোকনের মেয়ে পারভিন আক্তার (১০)। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
গাসিক এর স্থানীয় ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জয়দেবপুর থানার এ,এস,আই, রেজাউল করিমসহ স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের হরিণাচালা এলাকার মালেকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন মৃত শিশুদের অভিভাবকরা। ঈদের দিন (শনিবার) বিকেলে ৭/৮ জন শিশু ঈদআনন্দ উপভোগ করতে একটি নৌকা নিয়ে বাইমাইলের পার্শ্ববর্তী বিলে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে নৌকাটি আরোহীসহ বিলের গভীর পানিতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চার শিশু পানিতে তলিয়ে যায়। শিশুদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পানিতে তল্লাশী চালিয়ে ওই চার শিশুর লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।