গত ১২ ঘন্টার মধ্যে পাবনার বেড়ায় খাদ্য বিষক্রিয়ায় ৪ পুলিশ সহ শতাধিক নারী ও পুরুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অধিক সংকটাপন্ন অবস্থায় ৪৫ জন নারী ও পুরুষকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হলেও স্থান সংকুলান না হওয়ায় ১৫ জন রোগীকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আর এম ও ডাঃ এস এম মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেড়া থানা পুলিশ ও খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত রোগীরা বলছেন, তাঁরা সন্ধ্যায় বেড়া পৌর মেয়র আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেনের ইফতার মাহফিল উপলক্ষে বিতরণকৃত খাদ্য বিরানী খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। এরপর বমির পাশাপাশি তাদের ঘন ঘন পাতলা পায়খানা ডায়রিয়ায় রূপ নেয়। এ ব্যাপারে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন বলেন, যারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তারা কেউ আমার কার্ডধারী মেহমান না বলে দায়িত্ব এড়িয়ে যান।