সংবাদপত্র জগতে তিন ধরনের সাংবাদিক কর্মরত। এদের মধ্যে সরকারী সাংবাদিক- যারা বাংলাদেশ সংবাদ সংস্থা ও বিটিভিতে কর্মরত, আরেকটি হল- ওয়েজবোর্ডপ্রাপ্ত, যারা চিহ্নিত কয়েকটি পত্রিকায় কর্মরত এবং বেশিরভাগ সাংবাদিক হল- যারা ওয়েজবোর্ড বঞ্চিত। যারা বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত, তারা সরকারী সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। ওয়েজবোর্ড বঞ্চিত সাংবাদিকরা সকল সুযোগ-সুবিধা হতে বঞ্চিত থাকার কারণে তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। বড়ই দুর্ভাগ্য তাদের কান্না যেনো কেউ শুনতে পাচ্ছেন না !

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিএফইউজে সাংবাদিকদের দুটি সংগঠন থাকলেও তাদের দ্বারা ওয়েজবোর্ড বঞ্চিত সাংবাদিকদের সামান্যতমও উপকারে আসছে না। এর কারণ হলো- যারাই এ দুটি সংগঠনের নেতৃত্বে আসেন বা ছিলেন তারা হয়তো বাসস বা চিহ্নিত দু’একটি পত্রিকায় কর্মরত….। তারা বার বার টাকার দাপটে নেতৃত্বে আসছেন, আর ওয়েজবোর্ড বঞ্চিতরা কায়েমী স্বার্থবাদীদের কারসাজির কারণে নেতৃত্বে আসতে পারছে না। কায়েমী স্বার্থবাদীরা নির্বাচনে জামানতের টাকা এমনভাবে বৃদ্ধি করেছে, যা সত্যিই ওয়েজবোর্ড বঞ্চিত সাংবাদিকদের পক্ষে বহন করা আদৌ সম্ভব নয়।

এ মুহুর্তে অতি প্রয়োজন সরকারী সাংবাদিকদের জন্য একটি ইউনিয়ন এবং বেসরকারী সাংবাদিকদের জন্য আর একটি ইউনিয়নের । ওয়েজবোর্ড বঞ্চিত সাংবাদিকদের এ ব্যাপারে এগিয়ে এসে সোচ্চার ভূমিকা পালন করা প্রয়োজন। আশা করছি ওয়েজবোর্ড বঞ্চিত সাংবাদিকরা আমার এ প্রস্তাবের ব্যাপারে জনমত সৃষ্টি করে নতুন ইউনিয়ন গঠনের ব্যাপারে এগিয়ে আসবেন।

-মো. জাহাঙ্গীর হোসাইন , প্রয়োজনে যোগাযোগ করুন : মোবাইল নং- ০১৭১-০৮৮৩৪১৩