গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে (আগামী ২৬ জুন) কয়েক কাউন্সিলর প্রার্থীকে ফেল করানোর ভয় দেখিয়ে তাদেরকে পাশ করিয়ে দেয়ার প্রলোভন দিয়ে প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম আতিকুল ইসলাম হৃদয় (৩০)। সে মুন্সিগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটার আমিনবাড়ি এলাকায় বসবাস করে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ শুক্রবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটার আমিনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকে আতিকুল ইসলাম হৃদয়। সে গত ৫জুন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নজরুল ইসলামের বাড়িতে গিয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ড. সিক্সন চৌধুরী বলে পরিচয় দেয়। এসময় আলাপচারিতার একপর্যায়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পাশ করানোর আশ্বাস দিয়ে প্রার্থী নজরুল ইসলামের কাছে সাড়ে ৫লাখ টাকা চাঁদা দাবি করে সে। টাকা না দিলে নজরুলকে নির্বাচনে ফেল করানোর ভয় দেখায় ও হুমকি দেয়। নজরুল ইসলামের এমন অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থেকে আতিকুল ইসলাম হৃদয়কে আটক করে।
পুলিশ সুপার আরো জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পাশ করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে আতিকুল ইসলাম হৃদয় বিভিন্ন প্রার্থীর কাছে চাঁদা দাবী করেছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদকালে আটক ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে।