রাজধানীর পল্লবী এলাকার কালশিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও থানা পুলিশ। এছাড়া ডিএমডির বিশেষায়িত ডগ স্কোয়াডও অভিযানে অংশ নেয়।

মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ ঘটনাস্থলে ব্রিফিং এ বলেন, সারাদেশে চলা মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৭জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২০জনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে। পরে তাদেরকে যাচাই বাছাই করে নিরীহ কেউ থাকলে তাকে ছেড়ে দেয়া হবে।