দেশের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও ১৬ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও মাগুরায় ৩ জন করে, যশোরের বেনাপোল ও নেত্রকোনায় দুজন করে এবং কক্সবাজার, চুয়াডাঙ্গা, নড়াইল, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও কুমিল্লায় একজন করে নিহত হন। রাজধানীর ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে গতকাল ভোর ৩টার দিকে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন আতাউর রহমান ওরফে আতা, বাপ্পি ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা। র্যাবের ভাষ্য, নিহতদের প্রত্যেকেই ছিল মাদককারবারি। আতা ছিলেন সাভারের শীর্ষ মাদককারবারি। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও প্রায় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্যও জানিয়েছে র্যাব-৪।
মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরতলির বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহতরা প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং দুই দল মাদককারবারির মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসলামপুরপাড়ার রাজ্জাক ঢালীর পুত্র রায়হান ঢালী ওরফে ব্রিটিশ (৩০), ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের পুত্র বাচ্চু চোপদার (৫৫) ও শহরের নতুনবাজার বৈরাগিপাড়ার খোকন অধিকারীর পুত্র কিশোর অধিকারী ওরফে কালা।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে দুদল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধে মঙ্গলবার রাতে দুই দককারবারির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন হলো বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকার শাহাজানের ছেলে লিটন হোসেন (৩৫)। অপরজনের পরিচয় গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
কক্সবাজার : কক্সবাজারে মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার শীর্ষ মাদক বিক্রেতা মজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন বলে বিশেষ এই বাহিনীর বরাতে জানানো হয়েছে। ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে ছয় হাজার পিস ইয়াবা, একটি ওয়ানশুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি খালি খোসা উদ্ধার করা হয়। মজিবুর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ২৫ মে গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং ইটখলার পাশের বাগানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ম-লপাড়ার মৌলভী দীল মোহাম্মদের ছেলে ইসমাঈল এবং ওসমান নামের দুই সহোদর নিহত হন। তারা দুজনই মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাদকবিরোধী অভিযান চলাকালে চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তানজীল হোসেন (৪০) নামের এক মাদককারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে পৌর এলাকার সাতগাড়ি ব্রিকফিল্ড এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তানজীল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের চুনুরীপাড়ার রমজান আলীর ছেলে।
নড়াইল প্রতিনিধি : নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সজিব শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে বলা হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সজিব সদর উপজেলার দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দুটি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকু-ে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসদরের ছোটদারোগা হাটের কিছুটা উত্তরে গুলগুলাবাজার এলাকায় জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই লাশের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সীতাকু-ু থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করার কথা জানান তিনি।
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহসান হাবিব (৪৫) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদককারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিব্ধ হয়ে রোছমত আলী (৪০) নামের এক মাদক পাচারকারী প্রাণ হারান। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বুড়িচংয়ের লড়িবাগে এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ছয়গ্রাম এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র। এদিকে কুমিল্লা নগরীর নবগ্রাম এলাকায় পুলিশের অভিযানে শাহ আলম নামে তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।