নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।সোমবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।সোমবার বেলা ৩টার দিকে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন মঙ্গলবার শুনানির জন্য দিন রেখেছেন।এর আগে হাই কোর্টের জামিন আদেশের ঘণ্টা দুইয়ের মধ্যে সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিতের পৃথক দুটি আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাসে পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় আজ হাইকোর্ট খালেদা জিয়ার ৬ মাসের জামিন মঞ্জুর করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
অপরদিকে মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, কুমিল্লার দুই মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।এখন তিনি তিন মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।এই আইনজীবী আরও বলেন, এখন যদি না সরকার অসৎ উদ্দেশ্যে অন্য মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার না দেখায়, তবে তাঁর কারামুক্তিতে কোনো আইনগত বাধা থাকছে না।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে গত ৮ ফেব্র“য়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া। চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদনে শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ; খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।পরে বশির উল্লাহ পরে সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদনে শুনানি মঙ্গলবার।এর আগে বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। তবে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।হাই কোর্টে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার অভিযোগে ২০১৫ সালে কুমিল্লায় যে দুটি মামলা হয়েছিল, সেই মামলাতে হাই কোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। নড়াইলের মামলাটি আসামি পক্ষ নট প্লেসড বলে প্রত্যাহার করে নিয়েছে।এই দুই মামলা নিম্ন আদালতে বিচারাধীন থাকা অবস্থায় হাই কোর্ট থেকে জামিন দেওয়া ঠিক হয়নি বলে অভিমত দিয়ে তিনি বলেন, যাই হোক আদালত জামিন দিয়েছে। আমি আজকে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। পিটিশন রেডি হয়ে গেছে। অন্যান্য ফরমালিটিজ শেষ হলে আজকেই এটা চেম্বারে মুভ করব।এদিকে মঙ্গলবার স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি করার ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দুই বছর আগের ঢাকার পৃথক দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিও হবে হাই কোর্টে।বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. সহিদুল করিমের বেঞ্চ এই আবেদন শুনবে বলে খালেদা জিয়ার আইনজীবী আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, কুমিল্লা-নড়াইলের তিন মামলায় জামিন আবেদনের পর গত ২২ মে ঢাকার দুটি মামলায় জামিন আবেদন করা হয়েছিল। আজ শুনানির জন্য সে আবেদন আদালতে মেনশন করা হলে আদালত মঙ্গলবার বেলা ২টায় শুনানির জন্য রেখেছেন।আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।পরে আমিন উদ্দিন বলেন, আজ মামলা দুটি কার্যতালিকার অনেক পেছনে ছিল। খন্দকার মাহবুব হোসেন মেনশন করার পর আদালত মঙ্গলবার ২টায় শুনানির জন্য রেখেছেন।২০০১ সালে ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি করা ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকায় ২০১৬ সালে এ দুটি মামলা হয়েছিল।পাঁচ বছরের দন্ডাদেশ পাওয়া জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর এ নিয়ে পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন চাইলেন খালেদা জিয়া। এর মধ্যে সোমবার সকালে কুমিল্লায় নাশকতার দুই মামলায় হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান খালেদা জিয়া।নড়াইলের মামলাটির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত।