শুক্রবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক। তাই সেখানে পৌছানোর আগেই ‘দিদি’ খ্যাত মমতা ব্যানার্জির কাছে উপহার হিসেবে পদ্মার ইলিশ ও যশোরের ছানার মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় মমতার বাড়িতে এসব উপহার পাঠানো হয়। কলকাতার বাংলা দৈনিক আজকাল জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে রয়েছে ২০ কেজি পদ্মার ইলিশ ও ২০ কেজি যশোরের ছানার মিষ্টি। এ ছাড়া ঢাকাই জামদানি, সিল্ক ও তাঁতের শাড়িও দেয়া হচ্ছে মমতাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশ বরাবরই ইলিশের ওপর নির্ভর করে। অতিথিরাও খুব পছন্দ করেন। সুমধুর সেই সম্পর্কের সূত্র ধরেই ঢাকায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২০১৫ সালে এসেছিলন মমতা ব্যানার্জি। তখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে পদ্মার ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।