মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ কর্মকর্তা অমর সিং বলেন, ৩৫টি ব্যাগে গচ্ছিত উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরণের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিত (২৮ দশমিক ৬ মিলিয়ন ডলার)। এছাড়াও অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি রযেছে। এর অর্থমূল্য পরে হিসেব করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়। এর এক সপ্তাহ না যেতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীকালে কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।