পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ মে (শনিবার) সেখানে প্রধানমন্ত্রীকে এই উপাধি দেওয়া হবে।বুধবার বিকেলে (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কলকাতা সফর সামনে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ২৫-২৬ মে শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন।সফরকালে প্রধানমন্ত্রী ২৫ মে পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সমাবর্তনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে বক্তব্য রাখবেন।
শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৫ কোটি রুপি। বাংলাদেশ ভবনের রক্ষণাবেক্ষণ ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১০ কোটি রুপির সমতুল্য একটি এককালীন স্থায়ী তহবিলও গঠন করা হবে। বাংলাদেশ সরকার প্রদত্ত এই তহবিলের অর্জিত লভ্যাংশ থেকে প্রতি বছর বাংলাদেশের ১০ জন শিক্ষার্থীকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ফেলোশিপ দেওয়া হবে। এ বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবন নির্মাণ পরবর্তী পরিচালনা কার্যক্রম সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষরিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আগামী ২৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হবে।প্রধানমন্ত্রীর সফরে তিস্তা চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যথাসময়ে প্রকাশ্য। আপাতত এটুকুই। এর বেশি কিছু বলা যায় না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে (শুক্রবার) সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। পরদিন ২৬ মে (শনিবার) সন্ধ্যায় ঢাকা ফিরবেন।