অবশেষে পদ্মা রেল সংযোগ প্রকল্প আলোর মুখ দেখতে যাচ্ছে। চীনের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরের পর এ সংক্রান্ত প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৬টি প্রকল্প নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে পরিকল্পনা কমিশন জানায়, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করে এটি জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য আনা হয়েছে। ভূমি অধিগ্রহণের পরিমাণ ও নির্মাণ সামগ্রীর ব্যয় বাড়ায় প্রাক্কলনের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ৪ হাজার কোটি টাকা। এ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুনের দিকে শেষ হওয়া কথা রয়েছে বলেও বৈঠক থেকে জানা গেছে। এদিকে খুলনা নিউজপ্রিন্ট মিলের পরিত্যক্ত জমিতে তৈরি হবে ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র। এ সংক্রান্ত সাড়ে আট হাজার কোটি টাকার প্রকল্প নিয়েও আলোচনা চলছে একনেক সভায়।