সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২১ মে) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খসড়া অনুযায়ী, এখন থেকে বিচারপতিদের টেলিফোনও এই নীতিমালার আওতায় আসবে। এছাড়া, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, সচিবসহ পদস্থ কর্মকর্তারা মোবাইল ফোন কিনতে এখন থেকে সরকারিভাবে ৭৫ হাজার টাকা পাবেন। সভা শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিকুল আলম বলেন, ‘২০১৭ তে এই প্রশ্নটা আমাদের কাছে আসছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে এইটা চূড়ান্ত করি। মন্ত্রিসভা এটাকে অনুমোদন দেয়। নির্দেশনা রয়েছে যে, এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদেরটা আগে আনা হয়নি, তাদেরটাও সংযুক্ত করে পূর্ণাঙ্গ নীতিমালা করা হয়েছে।
এসময় তিনি আরো জানান, যারা মোবাইল ফোন ক্রয়ের তালিকাপ্রাপ্ত যেমন- সচিব। তাদের জন্য মোবাইল ফোনের যে টাকা বরাদ্দ রয়েছে তা বাজার মূল্যের সামঞ্জস্যতা রেখে ৭৫ হাজার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য হাজারের কম হলে পাওয়া যায় না, তাই ৭৫ হাজার করা হয়েছে।