বিসর্জন
শতবার পড়েও তোমার কাব্যখানি
ভরলো না -এ কাব্যিক তৃষ্ণার্ত মন,
তৃষ্ণা বহুগুণ বাড়াই দিলি
ও যাদুকর কবি প্রিয়জন…
কেমন কাব্য রচিলে কবি
প্রাণটা করলে উচাটন,
বসন্ত বাতাস বহাই দিলে
মন ছুটে যায় বৃন্দাবন…
মৃতপ্রায় আত্মায় জোশ আনিলে
তোমার নাম জপে সারাক্ষণ,
আরেকটা কাব্য রচিয়া কবি
প্রশান্ত করে দে- এ অশান্ত মন…
মায়াবী যাদু তোমার কবিত্বে
তার-ই তন্ত্রবলে মন্ত্রমুগ্ধ দেহমন,
আমার সবকিছু তোমার তরে
দিলাম তাই আজ বিসর্জন ।
—–ইমরান ইবনে আরজ, কুয়েত।