৮ মে ফ্রান্সের কান শহরে শুরু হয় ৭১তম কান চলচ্চিত্র উৎসব। ১১ দিন ধরে চলা উৎসবের শেষদিনে প্রকাশ করা হলো সেরা চলচ্চিত্র ও অন্যান্য বিজয়ীদের নাম। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি ও অভিনেত্রী কেট ব্ল্যানচেটসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম (পাম ডি’অর) ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টা থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে জমকালো চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। পুরস্কার প্রদানের মাধ্যমে পর্দা নামে এবারের ৭১তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের। সব কল্পনার অবসান ঘটিয়ে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে জাপানি পরিচালক হিরোকাজু পরিচালিত ‘শপলিফটার্স’ সিনেমাটি জিতে নিল স্বর্ণপাম পুরস্কার। মোট ২১টি সিনেমার সঙ্গে লড়াই করে স্বর্ণপাম জিতে নিয়েছে জাপানি এ সিনেমাটি।

এবারের আসরে ইরানি বংশোদ্ভূত ডেনিশ পরিচালক আলি আব্বাসির ‌‘বর্ডার’ জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে আঁ সার্তেন রিগার্দ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই সিনেমাটি।

আঁ সার্তেন রিগার্দের বিজয়ী তালিকা- সেরা চলচ্চিত্র: বর্ডার (আলি আব্বাসি), সেরা চিত্রনাট্য: সোফিয়া (মরিয়ম বেনেমবারেক), সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল), সেরা পরিচালক: সের্গেই লজনিৎসা (ডনবাস)। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন ক্লু ক্লাক্স ক্লান-এ একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তার অনুপ্রবেশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ পেয়েছে রানার-আপ পুরস্কার গ্রান্ড প্রিক্স।

এ ছাড়া সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন পাওয়েল পাউলোকস্কি (কোল্ড ওয়ার, পোল্যান্ড), সেরা চিত্রনাট্যকারের (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন জাফর পানাহি ও নাদের সায়েভার (থ্রি ফেসেস, ইরান) এবং অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ লাজ্জারো, ইতালি)।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামাল ইয়েসলিয়ামোভা (আইকা, কাজাখিস্তান), সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্সেলো ফন্তে (ডগম্যান, ইতালি)। এবছর স্পেশাল পাম ডি’অর দেওয়া হয় ফ্রান্সের নিউওয়েভ চলচ্চিত্রের অন্যতম নির্মাতা জ্যাঁ লুক গদারকে।

প্রতিযোগিতা বিভাগ

পাম ডি’অর: শপলিফটার্স (কোরি-ইদা হিরোকাজু, জাপান)

গ্র্যাঁ প্রিঁ: ব্ল্যাকক্ল্যান্সম্যান (স্পাইক লি, যুক্তরাষ্ট্র)

সেরা পরিচালক: পাওয়েল পাউলোকস্কি (কোল্ড ওয়ার, পোল্যান্ড)

সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): জাফর পানাহি ও নাদের সায়েভার (থ্রি ফেসেস, ইরান) এবং অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ লাজ্জারো, ইতালি)

সেরা অভিনেত্রী: সামাল ইয়েসলিয়ামোভা (আইকা, কাজাখিস্তান)

সেরা অভিনেতা: মার্সেলো ফন্তে (ডগম্যান, ইতালি)

জুরি প্রাইজ: কেপারনম (নাদিন লাবাকি, লেবানন)

বিশেষ পাম ডি’অর: দ্য ইমেজ বুক (জ্যঁ-লুক গদার, ফ্রান্স)

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: অল দিস ক্রিয়েচার্স (চার্লস উইলিয়ামস, অস্ট্রেলিয়া) স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): অন দ্য বর্ডার (ওয়েই শুজুন, চীন)

আঁ সার্তেন রিগার্দ

সেরা চলচ্চিত্র: বর্ডার (আলি আব্বাসি, সুইডেন)

সেরা চিত্রনাট্য: সোফিয়া (মরিয়ম বেনেমবারেক, মরক্কো)

সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল, বেলজিয়াম)

সেরা পরিচালক: সের্গেই লজনিৎসা (ডনবাস, রাশিয়া)

জুরি স্পেশাল প্রাইজ: দ্য ডেড অ্যান্ড দ্য আদারস (জোয়াও সালাভিজা ও রেনে নাদের মেসোরা, ব্রাজিল)

ক্যামেরা ডি’অর: লুকাস দোন্ত (গার্ল, বেলজিয়াম)

সিনেফঁদাসিউ

প্রথম পুরস্কার: দ্য সামার অব দ্য ইলেকট্রিক লায়ন (দিয়েগো সেসপেদেস, ইউনিভারসিদাদ দে চিলি)

দ্বিতীয় পুরস্কার: ক্যালেন্ডার (ইগোর পপলোইন, রাশিয়ার মস্কো স্কুল অব নিউ সিনেমা) ও দ্য স্টর্মস ইন আওয়ার ব্লাড (চেন ডাই, চীনের সাংহাই থিয়েটার কোম্পানি)।

তৃতীয় পুরস্কার: ইনঅ্যানিমেট (লুসিয়া বুলগেরোনি, যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল)

ফিপরেস্কি

প্রতিযোগিতা বিভাগ: বার্নিং (লি চ্যাং-ডং, দক্ষিণ কোরিয়া)

আনসার্তেন রিগার্দ বিভাগ: গার্ল (লুকাস দোন্ত, বেলজিয়াম)

প্যারালাল সেকশন (ক্রিটিকস উইক): ওয়ানডে (সোফিয়া সিলাগি, হাঙ্গেরি)

ইকুমেনিকাল জুরি: কেপারনম (নাদিন লাবাকি, লেবানন)

স্পেশাল মেনশন (ইকুমেনিকাল জুরি): ব্ল্যাকক্ল্যান্সম্যান (স্পাইক লি, যুক্তরাষ্ট্র)

ক্রিটিকস

নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ: দিয়ামান্তিনো (পর্তুগাল)

সেরা চিত্রনাট্য: ওম্যান অ্যাট ওয়ার (বেনেডিক্ট এরলিংসন, আইসল্যান্ড)

গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড: স্যার (রোহেনা গেরা, ভারত)

লুই রোদোরার ফাউন্ডেশন রাইজিং স্টার অ্যাওয়ার্ড: ফেলিক্স মারিতো (সভেজ, ফ্রান্স)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (লেইকা সিনে ডিসকভারি প্রাইজ): হেক্টর মালোত: দ্য লাস্ট ডে অব দ্য ইয়ার (ইয়াকুলিন তিয়েজ্জো, গ্রিস)

ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড: অ্যা ওয়েডিং ডে (ইলিয়াস বেলকেদার, ফ্রান্স)