রোজায় নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির দিকটি দেখিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পথে হাঁটলে জনগণ তা রোধ করবে। যারা মনে করছেন জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকবেন, তা ভুলে যান। জনগণ রাস্তায় নামলে টিকতে পারবেন না।শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।গ্রহণযোগ্য নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, রোজার আগের প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কত ছিল? আর আজকে দ্বিতীয় দিনে কত হয়েছে? অনেক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই। পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। রোজায় প্রতি বছরই বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সরকারের পক্ষ থেকে তদারকির কথা বলা হলেও এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, নিত্যপণ্যের দাম বাড়বে না। তার সেই বক্তব্যের অসারতা তুলে ধরেন বিএনপি নেতা মোশাররফ।তিনি বলেন, আওয়ামী লীগ ব্যবসায়ীদেরকে অবৈধ সুযোগ সুবিধা দেওয়া এই পরিমাণ করেছে যে, কোনো কিছুর ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের কোনো চেইন অব কমান্ড নেই। এই সরকারের কোনো দায়িত্ববোধও নেই।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে মাইনাস করে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে, জনগণ তা মেনে নেবে না। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা যায় না। দেশের জনগণ অত্যন্ত সচেতন। বারবার প্রতারিত হবে না। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার মুক্তির জন্য গণ-আন্দোলনে কোনো বিকল্প নেই। তাই ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ এবং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশে আগামী দিনে গণজাগরণ ঘটাতে হবে। আন্দোলন-সংগ্রামের মধ্যে ‘স্বৈরশাসনের’ পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার আদায় করতে হবে।খালেদা জিয়ার মুক্তির বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, হাইকোর্ট জামিন দিলেন, আপিল বিভাগও জামিন দিলের। কিন্তু অন্য মামলাগুলো নিয়ে যেভাবে পরিকল্পনা করছে সরকার, সেটিই বাস্তবায়ন করছে। যদি খালেদা জিয়াকে বন্দী রেখে নির্বাচন করতে চায়, সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ তা মেনে নেবে না।সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আন্দোলন ঘোষণা দিয়ে হয় না। কোটা আন্দোলন দেখুন। কোনো নেতাও ছিল না। সময় আসছে। জনগণ আর আমাদের দিকে তাকিয়ে থাকবে না। নিজেরাই রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করে নেবে। সরকার তখন গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে। আর খালেদা জিয়া, বিএনপি এবং ২০ দল ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না।আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমতুল্লাহ প্রমুখ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম আলোচনা সভার সঞ্চালনা করেন।