সমাজের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে সমঅধিকার প্রতিষ্ঠার দাবী নিয়ে ‘বিচার ব্যবস্থায় প্রতিবন্ধি নারীদের প্রবেশগম্যতা: গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কামাল সিদ্দিকীর সঞ্চালনায় রোববার দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে প্রতীক মহিলা ও শিশু সংস্থার আয়োজনে এবং ওম্যান ফর ডিজিবিলিটিস ডেভলপমেন্ট ফাউন্ডেশন এই এডভোকেসি সভার আয়োজন করে।

ডাব্লি¬উ ডি ডিএফ’র চেয়ারম্যান শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতীক মহিলা ও শিশু সংস্থার পরিচালক এসএম সাইফুল ইসলাম। এডভোকেসি সভার ধারণা পত্র উপস্থাপন করেন ডাব্লিউ ¬ডি ডি এফ’র নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি। এডভোকেসি সভায় ৩০ জন গণ মাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।