জঙ্গি সংগঠন আইএস প্যারিস হামলার দায় স্বীকার করল৷ এক বিবৃতিতে তারা হামলাকারীকে ‘ইসলামিক স্টেটের সৈনিক’ বলে উল্লেখ করেছে৷ সেই সঙ্গে বিবৃতিতে এই জঙ্গি গোষ্ঠী জানিয়েছে, ইরাক ও সিরিয়ার বদলা নিতেই এই হামলা৷
জানা গেছে, তদন্তকারী কর্মকর্তারাও এটিকে জঙ্গি হামলা ধরে নিয়েই তদন্ত শুরু করেছেন৷ আইসিস জঙ্গিদের বিবৃতি ছাড়াও আরও একটি কারণে এটিকে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে৷ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার সময় শেষ বারের মতো ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা গিয়েছিল হামলাকারীর গলায়৷ এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ তাই এই হামলাকে জঙ্গি হামলা বলেই তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ৷
তবে এখন পর্যন্ত আতাতায়ীর নাম, পরিচয় সামনে আনেনি পুলিশ৷ ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাঁক্রো ঘটনার নিন্দা করে জঙ্গিদের নির্মূল করার পালটা হুঁশিয়ারি দিয়েছেন৷ সেই সঙ্গে জানিয়েছেন, রক্ত ঝরার খেসারত দিচ্ছে ফ্রান্স৷