খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিজিবি সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় টহলসহ নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন শুরু করেছেন। বিজিবি খুলনা সেক্টরের টুআইসি মেজর হান্নান খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ১৬ প্লাটুন (৬৪০জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দিকে সতর্ক নজর রাখছেন।
উল্লেখ্য, আগামী ১৫ মে মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।