ঢাকার বাড্ডা থানা এলাকার বেরাইদে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। রোববার বিকালে এই ইউনিয়নে এই গোলাগুলি ঘটে বলে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংসদ রহমতউল্লাহ পক্ষের লোকজনের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার লাশ বসুন্ধরা আবাসিক এলাকার এপোলো হাসপাতালে রাখা হয়েছে।সংঘর্ষে গুলিবিদ্ধ আরও পাঁচজন ওই হাসপাতালে রয়েছেন বলে জানান ওসি।