গাজীপুরের শ্রীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবককে রবিবার আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকৃতরা হলো- শ্রীপুর উপজেলার আবদার গ্রামের কোমর উদ্দিনের ছেলে শামীম বেপারী (২৫) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (৪২)।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির কমান্ডার আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার র‌্যাব সদস্যরা শ্রীপুর উপজেলার তেলিহাটির ডুমবাড়ি চালা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ডগুলি, একটি ম্যাগজিন, দুইটি মোবাইল ফোন, ১০৩পিস ইয়াবা টেবলেট এবং তিনটি কনডম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র এনে এ এলাকায় বিক্রি করে আসছিল র‌্যাবের জিজ্ঞাসাবাদ কালে যুবকরা জানিয়েছে। তারা নববর্ষের দিন এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের মামলার আসামি।