বাংলাদেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
বুধবার দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে নব নির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে কিট বক্স বিতরণ শেষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে কোন শাসক বা সরকার দেশ সঠিক ভাবে চালাতে পারেনি। প্রাণী স¤পদ অধিদপ্তরের মহা-পরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, কলেজ অধ্যক্ষ আবদুল হাই। এর আগে মন্ত্রী ৫৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে নব নির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন।