লালমনিরহাট জেলা শহরে পুকুর থেকে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম বিপ্লব (২৫) নামের এক যুবকের মহদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনো জানাতে পারেননি কেউ। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের সুরকিমিল এলাকায় স্টেডিয়াম সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ওই এলাকার হান্নান মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ওই পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খরর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) উদয় কুমার মন্ডল ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, লাশ সনাক্ত হয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।