সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ সৌদি আরবকে ভাঙ্গার চেষ্টা করছেন বলে উল্লেখ করা হয়েছে একটি ফাঁস হওয়া কূটনৈতিক নথিতে। লেবাননের আল-আখবার পত্রিকার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি প্রকাশ করেছে। আল-আখবারের খবরে বলা হয়, বৈরুতে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের রাষ্ট্রদূতেরা তাদের নিজ নিজ সরকারের কাছে যে গোপন ব্রিফিং পাঠিয়েছেন তা ফাঁস হয়।

গত ২০১৭ সালের ২০ সেপ্টেম্বরের নথিতে লেবাননে অবস্থানরত জর্ডানের রাষ্ট্রদূত নাবিল মাসারয়া ও তার কুয়েতের রাষ্ট্রদূত আবদেল-আল-কেনাইয়ের মধ্যেকার বৈঠকের সিদ্ধান্তও এর মধ্যে রয়েছে। এতে বলা হয়, জর্ডানের রাষ্ট্রদূত জানান কুয়েতের রাষ্ট্রদূত বলেছেন- ‘আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ কিংডম অব সৌদি আরবকে ভাঙ্গার জন্য কাজ করছেন।’

এরপর ২৮ সেপ্টেম্বরের আরেকটি নথিতে জর্ডানের রাষ্ট্রদূতের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ বিন সাইদ আল-শামসির বৈঠকের তথ্য রয়েছে। এই নথিতে বলা হয়, জর্ডানের রাষ্ট্রদূত তার সরকারকে জানিয়েছে- ‘সংযুক্ত আরব আমিরাত মনে করে সৌদির কৌশল দেশের অভ্যন্তরে ও বাইরে বিশেষ করে লেবাননে ব্যর্থ হচ্ছে। আরব আমিরাত সৌদির কৌশলে অসন্তুষ্ট’।