নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধাকে হত্যার দায়ে নাত জামাই সহ ৬ জনকে যাবজ্জীবন এবং পূত্রবধূকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, নাত জামাই শামীম, প্রতিবেশী মিল্টন, আশরাফুল, সেলিম, আব্দুস সামাদ ও শফিকুল ইসলাম। আর ৭ বছরের সাজাপ্রাপ্ত হচ্ছেন পুত্রবধু বিউটি আক্তার।

মামলা বিবরনিতে জানা যায়, ২০১২ সালের ৯ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া গ্রামের বৃদ্ধা আঙ্গুরি আবেদীনী নিখোঁজ হন। ৩ দিন পর ১২ নভেম্বর বাড়ির পাশের একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় বৃদ্ধার ছেলে রফিকুল ইসলাম ১১জনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১০জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। আদালত স্বাক্ষ্য প্রমান শেষে এই রায় দেন।