গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সোমবার এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়েছে বখাটেরা। এসময় বাঁধা দিতে গিয়ে ওই ছাত্রীর তিন সহপাঠি আহত হয়েছে। শ্রীপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান ও ছাত্রীর বাবাসহ এলাকাবাসি জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মরিচারচালা এলাকার জামাল উদ্দিনের মেয়ে লিমা আক্তার (১৪) স্থানীয় মরিচারচালা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে লিমাকে বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েক বখাটে যুবক প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। লিমা তাদের প্রস্তাব প্রত্যাখাণ করায় বখাটেরা তার উপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে সোমবার বিকেলে বাড়ি ফিরার পথে যুবকরা দা, লাঠি, রড নিয়ে লিমাসহ তার সহপাঠীদের ওপর হামলা করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে লিমার বাম হাতের রগ কেটে গুরুতর আহত হয়। এসময় বাঁধা দেওয়ায় হামলাকারীরা গিয়ে ওই ছাত্রীর তিন সহপাঠি শাওন, মানিক ও রানাকে মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত লিমাকে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আহত ছাত্রীর বাবা জামাল উদ্দিন মরিচারচালা গ্রামের বাছির উদ্দিনের ছেলে হৃদয় (২০), ইয়াছিনের ছেলে রুবেল (২৫), হেলাল উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এপর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।