গোপালগঞ্জে ৮ জন ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই জন মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি নৈশকোচ খাদে পড়ে ৮ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সুগন্ধা পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটি ঝালকাঠি থেকে ঢাকা যাচ্ছিল।

তারা হলেন পটুয়াখালীর হাসান (৩২), ঝালকাঠির অসীম মাঝি (২৮) ও আগৈলঝাড়ার দীপন বিশ্বাস (২৮)। আর ৫ জনের পরিচয় জানা যায়নি।পুলিশ সুপার বলেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের নৈশকোচটি বিশম্ভরদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের সুপার ভাইজারসহ ছয় জন মারা যান।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দীপনসহ দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।মুকসুদপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ ঘটনাস্থলে আসার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ২৮ যাত্রী। তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেলে দীপনের মৃত্যু হয়।ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, দ্রুত গতির বাসটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন যাত্রী ছিল।