গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। নিহত জাহিদ হোসেন (৪২), ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলা মো. তারিকুল ইসলাম জানান, জাহিদ হোসেন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাত হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর চট্টগ্রামের ডাবলমুড়িং থানার একটি খুনের মামলার আসামি ছিলেন। নিন্ম আদালত ১৯৯৯ সালে প্রথমে তাকে মৃতুদন্ড দেন। পরে আসামি পক্ষ উচ্চ আদালতে মৃতুদন্ড রহিতের আবেদন করলে ২০০২ সালে উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশন তাকে সাজা কমিয়ে যাবজ্জীবন দন্ড দেন। ২০০৯ সালের ১৭ অক্টোবর সিলেট কারাগার থেকে তিনি কাশিমপুর কারাগারে স্থানান্তরিত হন।