জামালপুরের বকশীগঞ্জে কাদঁলেন ৫ শতাধিক মা,কাদাঁলেন উপস্থিত সবাইকে। বুধবার দুপুরে উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে মায়েদের পা ধুয়ে দিয়ে আর্শিবাদ নেয় সন্তানরা। এ সময় উপস্থিত প্রধান অতিথি ইউএনও আবু হাসান সিদ্দিক,শিক্ষক শিক্ষার্থী,অভিভাবকসহ প্রায় এক সহস্্রাধিক মানুষ অঝোরে কাদঁতে থাকেন। ওই পরিবেশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পা ধুয়া শেষে মিষ্টি খাইয়ে সন্তানদের আর্শিবাদ করেন মায়েরা। শিক্ষার মানউন্নয়নে “মা সমাবেশে” প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক। মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ তালুকদার, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,সাবেক প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন,সাইফুল ইসলাম,খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি নুর ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও অভিভাবক মনিরা বেগম প্রমূখ। পরে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন শিক্ষার্থীরা। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক।