ভোলায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ার অপরাধে আশিক মাহমুদ নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বিদ্যাললে সহকারী শিক্ষক মমিন মুন্সির বিরুদ্ধে।শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত অংশ গ্রহণ র্যালিতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ছাত্র আশিক মাহমুদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ক্লাসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিন মুন্সি তাকে চর থাপ্পর লাথিসহ মারধর করেন। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়।বিদ্যালয়লের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত উপলক্ষে জেলা প্রশাসক মহোদয় র্যালিতে অংশগ্রহণের জন্য আমাদের বিদ্যালয় থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ৩’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই র্যালিতে ৮ম শ্রেণীর ছাত্র আশিক উশৃঙ্খলতা করলে প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণের জন্য বলা হলে তাকে শাসন করা হয়। অভিযুক্ত সহকারী শিক্ষক মমিন মুন্সি বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ার বিষয়টি নয়, র্যালিতে যাওয়ার সময় আশিক উশৃঙ্খলতা করছিল তাই নিয়ন্ত্রণ করার জন্য তাকে সাশন করা হয়েছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, এটা আসলে ভুল বুঝাবঝি হয়েছে। রোববার শিক্ষককে ও অভিভাকদের নিয়ে সমজতা করা হয়েছে।