বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রয়েছে রাজধানীর ঢাকার নাম। ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৯৫ স্কোর নিয়ে দূষণের মাত্রার দিক দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। দূষিত শহরের এ সূচকে একেবারে শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। শহরটির স্কোর ২০৮।

যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ) এয়ার কোয়ালিটি ইনডেক্স তৈরি করে থাকে। বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের গুণাগুণের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। এয়ার ভিজুয়্যাল নামের একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন থেকে সূচকের তথ্য পাওয়া যায়। ক্লিন এয়ার অ্যাক্ট অনুযায়ী ৫টি দূষণকারী পদার্থের উপস্থিতিকে মানদন্ড হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) তৈরি করা হয়। এগুলো হলো- গ্রাউন্ড লেভেল ওজন, পার্টিকুলেট, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড।

সূচকে কোনও এলাকার স্কোর যদি ৩০০ এর বেশি হয় তবে সেখানকার বাতাস মারাত্মক দূষিত বলে বিবেচিত হয়। ১৫০-২০০ স্কোরকে অস্বাস্থ্যকর আর স্কোর ৫০ এর নিচে হলে সে বাতাসকে ভালো মানের বলে বিবেচনা করা হয়। সেদিক থেকে ঢাকার প্রাপ্ত স্কোর বলছে শহরটির বাতাস অস্বাস্থ্যকর।