বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। এই চিকিৎসা বিদ্যাপীঠের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করে আসা ডা. কনক শুক্রবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারই তাকে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীদের নেতা অধ্যাপক কনক কান্তি বড়ুয়া উপাচার্য পদে অধ্যাপক কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার মেয়াদ শেষে আগামী ২৪ মার্চ থেকে তিন বছরের জন্য ভিসির দায়িত্ব পালন করবেন অধ্যাপক কনক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস করা এই চিকিৎসক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর সভাপতি। তিনি বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রথম সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।