নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতের দেশে ফিরিয়ে আনাসহ আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার- এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শাহরিন আহমদেকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। সরকার দ্রুততম সময়ে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান সরকারের এ মন্ত্রী।

দুর্ঘটনার ৪ দিন পর, বৃহস্পতিবার হতাহতদের মধ্যে প্রথম নিজ দেশে স্বজনদের কাছে ফেরেন আহত শাহরিন আহমেদ। দেশে আনার পর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে যারা মারা গেছেন, তাদের দাফন-কাফন, ফিরিয়ে আনা- সেসব বিষয়গুলো আমরা দেখছি। যারা বেঁচে আছেন, তাদের সুচিকিৎসাসহ যা যা প্রয়োজন তা আমরা দেব। শেখ হাসিনার সরকার নিহতদের পরিবারের সঙ্গেও আছেন, আহতদের পাশেও আছেন।’