অলিম্পিক গেমস শুরুর আগ মুহূর্তে হামলার আশঙ্কায় ছিনতাই হওয়া একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার অনুমতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বলা হয়েছিল বিমানটিতে বোমা বহন করা হচ্ছে এবং সেটি ব্যবহার করে ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে হামলা করা হতে পারে। অনলাইনে পোস্ট করা দুই ঘণ্টার একটি ভিডিওতে এসব তথ্য জানিয়েছেন পুতিন। তিনি বলেন, অলিম্পিক শুরুর ঠিক আগ-মুর্হূতে আমাকে বলা হয়েছিল ইউক্রেন থেকে তুরস্কগামী একটি বিমান হাইজ্যাক করা হয়েছে। ছিনতাইকারীরা সোচিতে অবতরণের অনুমতি চাইছে। সোচিতে তখন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য ৪০ হাজার মানুষ জড়ো হয়েছিল। তবে পরে জানতে পারি সেটি ভুল বার্তা ছিল। হুমকিদাতা যাত্রী মদ্যপ ছিল। তাই বিমানটিকে ভূপাতিত করা হয়নি।
নিরাপত্তা কর্মকর্তারা তাকে বলেছিলেন এ ধরনের পরিস্থিতিতে জরুরি প্রক্রিয়া হচ্ছে বিমানটি ভূপাতিত করা। আমি তাদের বলেছিলাম,পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কিন্তু এটি একটি ভুল বার্তা ছিল বলে কয়েক মিনিট পরই আমাকে জানানো হয়। ওই ঘটনার কিছুক্ষণ পর অলিম্পিক কর্মকর্তাদের নিয়ে সোচির অলিম্পিক ভেন্যুতে পৌঁছান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।