সিরিয়ায় রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২জন নিহত হয়েছে। এ্যানটোনভ-২৬ নামের ওই বিমানে ২৬জন যাত্রী ও ৬জন ক্রু ছিলেন। সিরিয়ার লাটাকিয়া প্রদেশে রাশিয়ার বিমান ঘাঁটিতে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানে ২৬ যাত্রী ও ৬ ক্রুর কেউ বেঁচে নেই বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিমানটি প্রায় ৫০০ মিটার ওপর থেকে ছিটকে রানওয়েতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পক্ষে ২০১৫ সাল থেকে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় সক্রিয় ভুমিকা রাখছে।