পাবনার চাটমোহরে প্রকাশ্য দিবালোকে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হারাধন ভট্রচার্য ওরফে হারা কবিরাজ (৬৫)। তিনি ওই গ্রামের পার্বত ভট্রাচার্যের ছেলে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ এস এম আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে রয়েছি। হত্যার কারন অনুসন্ধান করছি।

স্থানীযরা জানান, এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা তাকে হাত ও পা বেঁধে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের ব্যবস্থা নিচ্ছে বলে থানা সুত্র জানিয়েছে। হত্যার সঠিক কারন এখনো জানা যায়নি।